মাননীয় কবি প্রনব মজুমদার গত ০৫/০৮/২০১৫ তারিখে আলোচনা সভায় জানিয়েছিলেনঃ '' অনেকদিন পরে আবার সেই বিমল আনন্দের অবতারনা--আগামী শুক্রবার ৭/০৮/১৫ তে আসরের কবিদের কাব্যিক নামকরণ(সপ্তম) এর উপস্থাপনা করবো--সাথে সাথে নিজেও আনন্দস্নাত হবো!’’
অথচ তার পরে কবি আসরে কবিতা প্রকাশ করলেও এখনও কাঙ্খিত সেই কাব্যিক নামকরণ অপ্রকাশিত। কবি কি কষ্ট পেয়েছেন? আমি বেশ কিছুদিন আসরে ছিলাম না। বন্ধুবর প্রনব আমাকেও তাঁর কাব্যিক নামকরণ দেখতে আমন্ত্রন জানিয়েছিলেন। অবশ্য তা আমার গোচরে আসে অনেক অনেক পরে। পরবর্তীতে আমি সে নামকরন দেখলেও 'দক্ষ কবি' নামটি আমার কাছে খুব ভারী মনে হয়েছে।
তবুও যেহেতু পরিশুদ্ধ বিমল আনন্দ ও ভালোবাসা থেকেই কবি এ কাজে হাত দিয়েছেন সেহেতু বন্ধুদের অনুরোধ করবো তারা যেন কবিবর প্রনব মজুমদার কৃত কাব্যিক নামকরণটি তাদের নামের সাথে যুক্ত করেন। এমনও তো হতে পারে যে ঐ নামেই কবি কোনো কালে মানুষের কাছে পরিচিতি পাবেন।
বন্ধুবর সকল কবির কাব্যিক নামকরণ করে যাচ্ছেন পরম আনন্দে কিন্তু তিনি থেকে যাচ্ছেন অনামী! তাই ঠিক করেছি কবি প্রনব মজুমদারেরও আমি একটি কাব্যিক নামকরন করবো-- ''উদার কবি''।
আশা করি বন্ধুবর তাঁর কাজ আগের মতোই করে যাবেন আর আমরা তাঁর প্রদত্ত নাম পরম আনন্দে নামের পাশে গ্রহন করবো। বন্ধুবর প্রনব মজুমদারও ''উদার কবি'' নামটি গ্রহন করে আমাদের অনুপ্রাণিত করবেন।
ধন্যবাদ বন্ধুরা।