মহামতি, একা একা তুমি কতকাল
বিনিদ্র রয়েছ পড়ে সময়ের সাথে
একদিন বুনেছিলে মিথ্যা মায়াজাল
জীবনের অতিশয় আঘাতে আঘাতে
সে জাল কেটেছে প্রাণে জাগ্রত ইঁদুর;
সাধনা সফল হলে জেগে ওঠে গান।
কম্পাঙ্কবিহীন খাদে স্নায়বিক সুর
অসীমের সাথে মেশে। মৌন কলতান
ভাস্কর্যমণ্ডিত হয়; বিশিষ্ট জড়তা
জড়ায় আলিঙ্গনে; মৃদু গন্ধবহ
বয়ে চলে, অনাগত সময়ের কথা
কয়ে যায়, প্রাণময় কী যে সমারোহ!
মহামতি মিশে আছো মাটিতে, পাথরে;
জগতের সর্বময় সত্য প্রাণে ধরে।