নিজেকে খুঁড়ছি আমি, নিজেকে খুঁড়ছি অহরহ;
খুঁড়ে খুঁড়ে চলে যাচ্ছি অনন্ত গভীরে।
আরোহণ কাল শেষে এসেছে অনন্ত অবরোহ
-খুঁড়ে যাচ্ছি খাদে বদ্ধ বিমুগ্ধ কবিরে।
সঙ্কোচন কতটুকু, কতটুকু আছে ব্যাপকতা-
কতো আয়তনে আছে শুদ্ধ দিনরাত;
তুলে আনি সেই সব গভীরের কথা।
নিজের গভীরে আমি খুঁজে ফিরি অনন্ত আকাশ;
-তেজদীপ্ত আদি সূর্য, কে সে নিত্য বিধাতাপুরুষ,
অন্তরে রয়েছে কি না সুকোমল শ্যামলিমা ঘাস,
অথবা দহন যোগ্য বেদনার তুষ।
নিজেকে খুঁড়ছি আমি নিজেকে খুঁড়ছি সুগভীর
খননে খুঁজছি শুধু ঐশ্বর্য কবির...