...

                               আজ নানা বই
                         খুঁজে খুঁজে আমি কিনবই
                     বই ছাড়া এ জগতে আমরা এতিম
                  জীবন জুড়াবো সুখে, বিশ্বকে ভ্রাতৃপ্রতিম
                 জড়াব নিবিড়, দূরে কে আছো কোথায় সখা
            এসো, বুকে এসো, এসো, ঐ দ্যাখো চলেছে অলকা
        আনন্দ লহরি তুলে, ঐ দ্যাখো, দ্যাখো দূরে আকাশের বুকে
     নক্ষত্রমালায় লেখা অসীমের কতো কথা, কত শত অসুখে বিসুখে
      মহাজগতের বাণী এক সুরে বেজে ওঠে যুগে যুগে,  মহামিলনের
         এইসব গুঢ় কথা, এইসব অরবের কথামালা দিনের রাতের
            কোন দেশে, কোন গ্রহে, কোন ক্ষণে পেতে পারি আর
             এমন আলোক সিন্ধু, কথামালা, প্রিয়তম অন্ধকার-
                সব শুধু জেগে আছে নীরবে; ধ্যানের সমবায়!
                 সৌভাগ্যবশত, বড় কৃপাবলে জগতসভায়
                      পেয়ে গেছি সেইসব মহামুল্য ধন
                                বই-এর মতন