...
যদি
নিরবধি
সুখের বাসনা
আছে এক উপাসনা
ফল হবে কল্পনাতীত
দিকে দিকে শুরু হবে মহা-গীত
দূরে যাবে যাবতীয় বিষাদময়তা
জগতের দ্বারে দ্বারে বয়ে যাবে মানবতা
তবে
ভালো হবে
যদি থাকে মনে
অকারণ আয়োজনে
উপাসনা হবে না সফল;
ঢুকে যেতে পারে কিছু বেনোজল।
চিত্ত চপল হলে পড়বে বাঁধন
অযাচিতভাবে হবে টলমল সুখাসন
কৃচ্ছ্রসাধন এ যে, মনমাঝি অবিচল
থাকলেই এসে যাবে গেহে সুফসল
সুখের ধারনা বহু অবনীতে
কেউ সুখী শুধু দিতে দিতে
কেউ সুখী বিলাসনে
জানি, তার মনে
বৈভব
সব
আজ
বড় কাজ
আগে জেনে নেয়া
মরীচিকা আর দেয়া
এক নয়, একাকার নয়;
আগে যদি সবটুকু পরাজয়
কাছে টেনে নেয়া যায় আগ্রহ ভরে,
বেঁচে থাকে শুধু জয় অনন্ত চরাচরে।