......
জানি
হানাহানি
ভালো কাজ নয়
নিয়মিত তবু হয়
দিকে দিকে হানাহানি কতো
বড় ভয়ে বেঁচে থাকি অবিরত
ঘাতকের কিছুই জানি না পরিচয়
নিশিদিন প্রানে তবু অকারনে জাগে ভয়
তাবৎ নিরীহ লোক তলে তলে গুপ্তঘাতক
মনে সন্দেহ জাগে আমি তাই সদা পলাতক
মানুষের অবয়ব দেখলেই অনায়াস
মিশে যাই জনহীনে, কাটে দিন-মাস।
কাটে না বছর আর একানিয়া-
কেঁদে ওঠে অরবে পাপিয়া
ফিরে আসি পুনরায়
জগত সভায়
ভুলে শত
ক্ষত