চোরটা তখন বাবুর ঘরে কাটছিল এক সিঁদ।
ধরা পড়েই বলল, 'বাবু, কাল আমাদের ঈদ'।
হিঁদুর ঘরে দুর্গাপূজা, রঙিন আলোর রোশনাই;
মুসলমানের খুশির এ ঈদ; আমার সে আফসোস নাই।
কিন্তু কখন দুঃখ জাগে সবাই খানিক ভাববা -
পাঁচবছরের নুরুল আমার বলল কেঁদে, 'আব্বা,
এবার ঈদে নতুন পোশাক দিতেই হবে কিনে'।
অবোধ শিশু সরল যীশু বোঝে না দুর্দিনে
আকাশ ফুঁড়ে যে চাঁদ ওঠে, নয় সে ঈদের চাঁদ।
গভীর বুকে উঠলো জেগে তীব্র আর্তনাদ।
বিবেক নামক বাধার মুখে জ্বালিয়ে দিলাম চিতা;
নুরুল যদি দুঃখ পাবে, কীসের আমি পিতা!
তাইতো এলেম করতে চুরি, কাটতে এলেম সিঁদ;
মুখ বুজে সব সইব সাজা, কাল নুরুলের ঈদ।