হে বিশিষ্ট নদী, তুমি যদি গঙ্গা হও;
এসো তবে, বয়ে যাও; পবিত্র জলধি-
বাংলা মায়ের বুকে এনে দাও ফসলের গান।
তোমাকে প্রনাম করি দেবী সম্বোধনে।
হে বিশিষ্ট নদী, তুমি যদি পদ্মা হও;
তবে ধন্য ধন্য রব করি উচ্চারণ।
তোমার পরশে বিশ্বে শ্রেষ্ঠতম সুস্বাদু ইলিশ।
মহানন্দে এসো নদী, মীনরাশি বুকে নিয়ে এসো...
হে বিশিষ্ট নদী তুমি ইছামতি নাম ধরো যদি
তা'হলে সংশয় জাগে; অবিশ্বাস মনে দেয় উঁকি।
অতন্দ্র পাহারা তাই বসিয়েছি তোমার দু'পারে।