.



পাঠশালাতে পটের পুতুল
                 পড়ছে পটের পড়া।
পদ্মাসনে পদ্য পড়ায়
                 পুতুল-পতঙ্গ'রা।





.