.



ফসল ফলায় ফোকলা ফটিক,
          ফতুয়াটাও Fফিনফিনে;
ফুড়ুৎ ফুড়ুৎ ফড়িং-ফিঙে
             ফুল ফুটেছে ফাল্গুনে।



.