( 'ঢিমেতালা' হ'লে মাত্রা ঠিক হ'তো কিন্তু তবুও সচেতনে একমাত্রা বেশি  'ঢিমেতেতালা' রেখেছি)

ঢোলকদার! ঢোলকদার!
ঢোলকপুরে ঢিঢিক্কার;
ঢোলের ঢাকনা ঢিলেঢালা,
ঢোলশোহরত ঢিমেতেতালা।


.