চিনা চিল চ্যাঁচাচ্ছে চুং চাং চিং,
চড়ুইয়ের চঞ্চুতে চ্যাং-চাউমিন।
চিতোরের চৈতালি চিতাবাঘে চড়ি,
চিংড়ির চপ চায়; চায় চচ্চড়ি!






.