ঘুলঘুলিতে ঘুরছে ঘুঘু
            ঘানি ঘুরছে ঘোড়া;
ঘাড় ঘুরিয়ে ঘটক ঘোরে,
             ঘুরছে ঘুমন্তরা!




.