.
এখনও আকাশ ভেঙে তো পড়েনি শোকে,
এখনও বাতাসে সবটা জমেনি বিষ;
এখনও মেঘেরা এঁকে চলে আলপনা,
ভোর হলে আজও পাখিদের ঠোঁটে শিস।
আজও শিশুদের চোখে-মুখে কল্পনা,
পলি জুড়ে আজও জাগে সবুজের বাণী,
এখনও সাগর আকাশকে ধরে বুকে,
প্রত্যাশা নিয়ে ভরে ওঠে ফুলদানি.
এখনও এমন কিছুই ঘটেনি যাতে
হয়ে যেতে পারে জীবন হতাশাময়;
আজও ঘুমঘোরে রাজকুমারেরা আসে,
বহু কালজয়ী কবিতাও লেখা হয়।
.