মন-মুসাফির শুধায় হেঁকে : অসীম, কোথায় আইলো রে? ...
লক্ষ তারা পার হয়ে যায়, নৌকোখানি লক্ষ্যহীন,
নাবিক সুখে গান গেয়ে যায় আপন মনে রাত্রি-দিন;
মন-মুসাফির যাত্রী বিশেষ, সহযাত্রীও অগন্য
-ওমরাহ-আমীর, দরগার পীর, নেহাৎই কেউ নগন্য ;
জমকালো সব আলোর দেশে কেউ নেমে যায়, উঠছে কেউ,
নৌকো ছোটে নিরুদ্দেশে, যায় পেরিয়ে কালের ঢেউ......
এই চলাচল চলছে কেবল; নাও সুদূরে ধাইলো রে;
মন-মুসাফির শুধায় হেঁকে : অসীম, কোথায় আইলো রে? ...