বাতাসে বাতাসে বিষ মিশে আছে;
পশুপাখি, গাছপালা,
নরনারীগন মরণের ফাঁদে,
চৌচির নদীনালা।
খাদ্য-পানীয়-নিঃশ্বাসে বিষ,
দূষিত ভাবনাগুলি;
পরিবেশবিদ নাস্তানাবুদ,
অকেজো মগজ-খুলি।
সহসা কে এসে উদ্বোধনের
কেটে দিয়ে গেলো ফিতে,
-মুক্ত বাতাসে রবীন্দ্রভূমি
রবীন্দ্রসঙ্গীতে।