(বন্ধুরা, নামহীন কবিতা প্রকাশ করা যাচ্ছেনা তাই যা খুশি একটা নাম দেওয়া হলো। এটা কবিতা নয়, কেবলই নিজের অসহায়তাকে সবার সঙ্গে ভাগ করতে চাওয়া। ভালো-মন্দ বিচার নয়। শুধু ধিক্কার জানান সেই সকল নররূপী কলঙ্কদের যারা সমস্ত পুরুষকে কালিমালিপ্ত করেছে)
*********************************************
আজকে বড়ই বেদনার দিন,
মাথা নত করে আছি ভাষাহীন।
আছো ঈশ্বর-আল্লাহ-যিশু?
ধর্ষিতা তবে কেন ফুল-শিশু?
এ কোন্ রাষ্ট্র, কোন্ মানবতা!
যৌনতা আর শুধু যৌনতা!
আঁধারে আঁধারে ঘেরা চারিদিক,
এসো আলো,এসো আলো মানবিক।