কবি ও পাঠক মিলে অপরূপ ফাঁদ,
অপরূপ কাঁথা-শিল্প;
-সংক্রামক ব্যাধি
কবি ও পাঠক মিলে পৃথিবী ও চাঁদ
গড়ে তোলে নির্বিকল্প
শাশ্বত সমাধি
কবি ও পাঠক মিলে অন্তরের গান
ঝড়বৃষ্টি এলোমেলো
বিধ্বংসী কাঁপন
কবি ও পাঠক মিলে সত্যের সন্ধান
পাহাড়েরা অগোছালো
নদীও আপন ।