আমাদেরও এক নীতি
ঐতিহাসিক ভাবে বিভাজনে বিশ্বাস অশেষ...
পদার্থ ভেঙে ভেঙে পেয়ে গেছি ঈশ্বরকণিকা।
পৃথিবীকে ভেঙে ভেঙে...
রূপভেদে ঈশ্বরেরা সেখানে প্রচুর!
আমরা আনন্দে নেচে কাটছি মানুষ;
বের করছি দাঁত নখ, অস্তিত্বের গড পার্টিকেল।
ভাঙনের পথে পথে আমাদের পরিচিতি খোদিত রয়েছে-
এই প্রেরণার থেকে আমরা অসংখ্য হই যখন তখন।
আর ক্ষমতার শীর্ষে জনসংখ্যা বাড়ে দ্রুততায়
-বিভাজনে এইটুকু লাভ তো থাকেই;
একটি পত্রিকা ছিঁড়ে দুটো করা হলে
সম্পাদক বেড়ে হয় দুই!
দেশ বাড়লে রাজা বাড়ে;
মানুষ ভাঙলে বাড়ে ধর্মগুরু জ্যামিতিক হারে...
সকারণ অতএব বাংলা কবিতা ভাঙে।
...লেখকের মন ভাঙে; পাঠকের মন ভাঙে
চোখ রাঙানির ভয়ে কলমের শিরদাঁড়া তবুও ভাঙে না