ভালোবাসি ফুল ফল পাখি গাছগাছালি;
বিষ্যুদবারে সুরে মা'র মুখে পাঁচালি।
মহাকাশে চাঁদ, তারা, ছায়াপথ, উল্কা,
সূর্য, আকাশ, মেঘ; শীর্ণ-স্থূলকায়,
লম্বা বা বেঁটে খুব, হোক সাদা বা কালো,
স্বল্পভাষীর সাথে ভালোবাসি বাচালও।
গ্রীষ্ম-বর্ষা-শীত-শরৎ-হেমন্ত
ভালোবাসি; ভালোবাসি নিবিড় বসন্ত।
কৃষকের চাষবাস, কুমোরের চাকাও
ভালো লাগে সোজা লোক, ভালো লাগে বাঁকাও।
কামার, চামার, তাঁতী, তেলী, ডোম, মিস্ত্রী...
ঘরনিকে ভালোবাসি এবং পরস্ত্রী!
যারা মুখ টিপে হাসে, যারা হাসে অট্ট,
নরমপন্থী ভালো, সাথে ভালো কট্টর।
ভালোবাসি সঙ্গীত, কবিতা ও গদ্য।
ভালোবাসি জলাধারে, পোষ্টারে পদ্ম।
ভালোবাসি হাত বা হাতুড়ি-তারা-কাস্তে।
ভালোবাসি সবথেকে বেশি ভালোবাসতে।