গর্জে ওঠো
বাংলা ভাষা তোমায় বলছি, তোমার আসন উচ্চে না।
আমার মতো অন্ধ এসব বুঝেও যেন বুঝছে না।
ধর্মে তুমি অপাংক্তেয়, সাকার কিংবা নিরাকার
দেবদেবী বা আল্লাহ তা'লা বাংলা বোঝে সাধ্য কার!
পুজোতে তাই সংস্কৃত, আযানও হয় আরবিতে!
ভাবুন যেমন যার যা খুশি, ভাবনাটি আজ হারজিতের।
একটি ভাষার এমন গতি, লক্ষ মায়ের বুক ভাঙা...
একটি ভাষার পরশ লেগে সূর্য ওঠে খুব রাঙা।
একটি ভাষার শক্তি এমন দেশ গড়ে দেয় এক-ভাষার।
ধর্ম ঠুকে অলক্ষ্যে কেউ খেলছে না তো জাত-পাশা?
দাগ পেরোলেই গোসল না স্নান, পালটে গিয়ে জল পানি!
কাজে কিংবা আভিজাত্যে বাংলা করে মানহানি!
চলছে চলুক; আমরা একুশ বুকপকেটে রাখছি, হায়!
আমার ভাষা কোত্থাও নেই; একটি দিনেই সারছি দায়!
আরেক লড়াই হোক ঠেকাতে বাংলা ভাষার বাস্পায়ন।
একুশ শুধু একুশে নয়, বছরব্যাপী হোক যাপন।
বাংলা ভাষা পুজোয় লাগুক, এই ভাষাতে আযান হোক।
কাজের ভাষা বাংলা হবে উপড়ে দিয়ে রক্ত-চোখ।
মিনমিনিয়ে হয় না কিছু। বাংলা বাঁচুক সত্যি চাও?
গর্জে ওঠো ভাইবোনেরা, হাত ধরো আর হাত বাড়াও।