স্বাধীনতার আটাত্তরে প্রৌঢ় অনুভব;
দিগ্বিদিকে শরীর-খেকো; নীথর পড়ে শব!
জাগো আমার মা-মেয়ে-বোন একসাথে হাত ধরো।
এ দুর্দিনে আজ মেয়েরা রাত্রি দখল করো
তোমার চোখের স্বপ্ন তোমার, পথটি তোমার নিজের।
যখন খুশি আকাশ-খোলা বৃষ্টিতে যাও ভিজে।
তোমার চোখের ইঙ্গিতে আজ থামবে তীব্র ঝড়ও।
এ পঙ্কিলে আজ মেয়েরা রাত্রি দখল করো
নৃত্যে মাতো, কন্ঠে আনো হাজার ডেসিবল।
উঠুক কেঁপে পাথরপ্রতিম মাতব্বরের দল।
অন্ধকারের তারার তলে হাজার সূর্য জড়ো!
আচার ভেঙে আজ মেয়েরা রাত্রি দখল করো
কোথায় যাবে, ফিরবে কখন, কী পোশাকের মাপ!
একটু এদিক-সেদিক হলেই শরীর ছোঁবে সাপ!
আলো তোমার, আঁধার তোমার, তোমার চরাচরও...
নাও ছিনিয়ে, আজ মেয়েরা রাত্রি দখল করো