তোমার এই সাঁঝবেলার হাসিতে
মনে হয় সব তারাগুলো এক সাথে
খসে পড়ছে আকাশ থেকে।
তোমার ভোরের হাসিতে ছিল ফুলের
পাপড়ি মেলার খুশি, যেন সব ফুল গুলো
এক সাথে হেসে উঠেছিল।
তোমার হাসির সাথে সামিল হতে বনের
পাখিরাও গেয়েছিল খুশির গান,
কোন এক চেনা গাছের ডালে বসে।
তোমার সেই মধুর হাসিতে আমি মুক্তো
খুঁজে পাই, তোমার ওই হাসিতে কত রাত
একা একা আপন মনে হেসেছি।
তাই আজ এই সাঁঝবেলায় আকাশের
তারা খসা দেখে তোমার সেই হাসির কথা
মনে পড়ে গেল।