মর্তবাসীরা তোমার আশায়
উঠেছে মেতে আজ।
তোমার পূজার আয়োজনে
শিকেয় উঠেছে কাজ।
সকলেই আজ ব্যস্ত এখন
পরতে নতুন সাজ।
কারো আবার মাথার উপর
পড়লো ভেঙে বাজ।
লক ডাউনে কাজের বাজার
নেইকো ভাল মোটে।
কোনো মতেই দুবেলা তাদের
খাবার টুকুই জোটে।
তবুও তারা খুব খুশি আজ
তোমার আগমনে।
তাইতো আজ হাসছে তারা
শুধুই তোমার টানে।
কুসুম আপন সুবাসে যেমন
ভরায় বসুন্ধরা।
তোমার উপমা তুমিই মাগো
যেন সে হৃদয় হরা।
অন্ত বিহীন জলের ধারাতে
চরন দেবো ধুয়ে।
তোমার আশিষ আছে যখন
রবোনা আর ভয়ে।
পূজোর কদিন উঠবো মেতে
আনন্দ আর গানে।
নাচবো সবাই খুশির ছোঁয়ায়
এটাই আছে মনে।
তোমার আশায় ছিলাম মোরা
আসবে তুমি কবে।
তোমার ছোঁয়ায় এই পৃথিবী
আবার সুস্থ হবে।