শীতল হাওয়া বইছে প্রাণে
বউ কথা কও ডাকছে বনে,
মনের কথা ছিল গোপনে।

আঁধার মনের দুয়ার খুলে
প্রেমের ভাষা গিয়েছি ভুলে,
ডুবলো হৃদয় অতল তলে।

ছিঁড়বে আজি মনের খাতা
থাকবেনা তার কোন পাতা,
যতই করিস ছুতো নাতা।

কোন সুদুরে মিলবে আজি
রঙিন সাজে এমন সাজি,
একটুও যে নয়কো রাজি।

লজ্জা রাঙা ওদুটি চোখে
পাগল হলাম তোকে দেখে,
ভালোবাসার আতর মেখে।

রূপনগরের পথের বাঁকে
দেখেছিলেম সেদিন তাকে,
সারাদিনের কাজের ফাঁকে।

রাজকুমারীর দারুন বেশে
এসেছিলি তুই অগাধ হেসে,
হারিয়েছিলাম দিনের শেষে।

হাওয়ার বেগে কেশ উড়িয়ে
নদীর পাড়ে ছিলি দাঁড়িয়ে,
আমিও ছিলাম হাত বাড়িয়ে।

এসেছিলাম ওই রূপনগরে
শুধু একবার দেখার তরে,
আজ দেখলাম দুচোখ ভরে।