আমরা সকলে বন্দী রয়েছি
সময়ের বেড়া জালে,
তাইতো সদাই সুর মিলিয়েছি
সময়ের তালে তালে।
কখনো দেখেছি, উত্তাল হতে
সাগরের জলরাশি।
কখনো মানুষ, সাগরের জলে
হয়ে গেছে বানভাসি।
কখনো দেখেছি ঘুর্ণি ঝড়ের
আভাষ এসেছে দ্বারে।
যত ভয় ভীতি মানুষের মনে
সাজানো যে থরে থরে।
কখনো ভেঙেছে ঘরবাড়ি সব
ভেঙেছে যে গাছপালা।
শান্তি পায়নি মানুষ কখনো
পেয়েছে শুধুই জ্বালা।
একদিকে দেখি মারন অসুখে
মরছে যে লাখে লাখে।
হাজির হয়েছে প্রকৃতির লীলা
অসুখের ফাঁকে ফাঁকে।
প্রকৃতির সাথে সদাই মানুষ
লড়ছে যে অবিরত।
কবে যে মিটবে এই দুর্যোগ
সইবে মানুষ কত!