সাঁঝাকাশে উঠলো জেগে
লক্ষ কোটী তারা।
চাঁদ উঠেছে মধুর হেসে
যেন হৃদয় হরা।

চাঁদের বুড়ি একলা সেথায়
চরকা চালায় বসে।
কেউ সাথী নেই তবুও আছে
একা চাঁদের দেশে।

মিটি মিটি জ্বলছে জোনাক
গভীর হলো রাত।
জানালা দিয়ে ভুতের ছানা
বাড়ায় লম্বা হাত।

নদীর জলে চাঁদের আলো
ঝিকমিকিয়ে ওঠে।
গভীর রাতে নৌকো গুলো
বাঁধা নদীর ঘাটে।

বাঁশ বাগানে ডাকছে শেয়াল
হুক্কা হুয়া রবে।
রাতের শেষে চাঁদ ডুবে যায়
সকাল হোল সবে।

ভোরের আলো রঙ ঝরিয়ে
হাসছে পূবাকাশে।
সাদা কালো মেঘ গুলো সব
দলে দলে ভাসে।

সকাল হতেই কানন জুড়ে
ফুটল কুসুম কলি।
মধুর আশে ফুলের বনে
জুটলো যত অলি।

গাইল দোয়েল গাইল শ্যামা
মিষ্টি সুরে গান।
মাতলো ভুবন পাখির গানে
ভরল সবার প্রাণ।

নদীর পাড়ে কাশের বনে
লাগল বুঝি দোলা।
মাঝির কণ্ঠে ভাটিয়ালি গান
জুড়ায় মনের জ্বালা।