পথ ধরে সে এগিয়ে চলেছে,
শহস্র বাধার সামনেও থমকে দাড়াবেনা।
তবে কি সে এভাবেই এগিয়ে চলবে ?
সংকল্পে অবিচল থাকবে !!

পথ বড়ই বন্ধুর, দুর্গম পাহাড়ী পথ বেয়ে
সে এগিয়ে চলেছে। নেই কোনো অবকাশ,
শত কষ্টের মাঝেও ক্লান্তি বিহীন পথ চলা
রয়েছে অব্যাহত।

রয়েছে পিছুটান, রয়েছে মৃত্যুর হাতছানি
তবুও ছুটে চলে সময়ের হিসেব নিকেস
বজায় রেখে। সামনে সুখের পসরা সাজানো,
সব কিছু হেলায় তুচ্ছ করে এগিয়ে চলেছে।

না সে আর থামবেনা, যতই আসুক বাধা,
বিপত্তি, ঝড়, তুফান সব হেলায় তুচ্ছ করে
সে এগিয়ে চলেছে সময়ের পথ ধরে।
না থামবে না সে কোন দিন।

সে জানে এই ছুটে চলার মাঝেই আছে সুখ,
দু:খ, হাসি, কান্না সব মিশে আছে।
হয়তো ক্লান্তি আসবে, তবুও সে ঘুমোবে না,
যেন তার পথ চলাতেই আনন্দ।

সে ছুটে চলে দুরন্ত গতিতে, ছুটতে ছুটতে
উপলব্ধি করে জীবনের সব মানে।
সীমাহীন দুরত্ব তাকে ক্লান্ত করে তুলবে,
তবুও সে স্বার্থপর হতে পারবেনা।

একটুও থামবেনা, অবিচল থাকবে তার
প্রতিজ্ঞায়। কখনো শেষ হবেনা তার ওই
পথ চলা, ছায়া ঘেরা এই পথের মাঝেই
হয়তো দেখা হবে একদিন।