পিতা হলো এই দুনিয়ায়
বটের ছায়ার মতো।
মেটান তিনি জীবন দিয়ে
সবার চাওয়া যত।
মাতা সে তো মায়ায় ভরা
ভালবাসার গাছ।
আগলে রাখে বক্ষ মাঝে
নেই দু:খের আঁচ।
ভ্রাতা মনে জাগিয়ে তুলে
নতুন স্বপ্নের আশা।
হৃদয় মাঝে ভগ্নি জাগায়
স্নিগ্ধ ভালবাসা।
বাবার স্নেহ মায়ের ছায়া
জুড়ায় সবার প্রাণ।
কাকা কাকি মামা মাসি
এরাও বাড়ায় মান।
এদের সবাই পরিবারের
অবিচ্ছেদ্য অঙ্গ।
এরা যখন একসাথে হয়
কতই চলে রঙ্গ।
এদের নিয়েই গড়ে ওঠে
যৌথ পরিবার।
সবাই মিলে ভাগ করে নেয়
সকল কাজের ভার।
সবার সাথে সম্পর্ক গুলো
হয়না কভু শেষ।
মানব জনম শেষ হয় তবু
কাটেনা এর রেষ।