মনের ঘুড়ি ওড়াই আমি
মনের লাটাই ধরে।
একবার যদি ওড়াই তাকে
সারাটি দিন ওড়ে।

নিয়ন্ত্রনের চাবিটা সদাই
থাকে আমার হাতে।
ওড়াই ঘুড়ি সকল সময়
দিনে হোক বা রাতে।

একটু খানি ঢিল দিলে সে
হয় লাগাম ছাড়া।
মনের ঘুড়ি ওড়ে তখন
যেন পাগল পারা।

তাইতো আর ঘুড়িটাকে
দেইনা এখন ঢিল।
ঘুড়িতো নয় উড়ছে যেন
প্রকান্ড এক চিল !

যখন আমি ঘুড়িকে শুধোই
কার আকাশে ভাসে ?
এতো শুধু তোমার আকাশ,
বলে মুচকি হেসে।