এই জোছনা ভরা দুপুরের রাতে,
যেন কোনো সঙ্গীত ভেসে আসে !!
রাতের আকাশ ভরা ছিল অসংখ্য
তারার ন্যায় রঙবেরঙের ফুলে।
ভোরের হাতছানিতে ক্লান্ত তারারা,
উপলব্ধি করেছিল মৃত্যুর ইশারা।
রাতের স্বপ্নে আসা স্বপ্নপরীর দল,
ফিরে যায় জ্যোৎস্না শেষের আগে।
এমনই এক জ্যোৎস্না ভরা রাতে,
হৃদয় মাঝে পেয়েছিলাম তারে।
দুটি চোখের মাঝে ছিল অগাধ ঘুম,
তবু অনুভবে এসেছিল ভালবেসে।
পারিনি ফেরাতে তারে কোনদিন,
এই স্বপ্নময় জোৎস্নালোক হতে।
শুনেছিল তার নাবলা কিছুকথা,
নিভে যাওয়া চন্দ্রালোকের শেষে।
আবার হারিয়ে গেল কেমন করে ?
সে ওই ঘুটঘুটে আঁধারের দেশে।
স্বপ্নেরই মাঝে খুঁজেছিলাম তারে,
হয়তো জীবনের শেষ প্রান্তে এসে।
ডুবেছিলাম রাতের আঁধারে মিশে
পেয়েছিলাম তারে রাতের গহ্বরে।
হয়তো ভুলেগেছি বেরোবার পথ,
ক্নান্ত হৃদয়ে ফিরেগেছি অবশেষে।