পাহাড়ের বুকে জন্ম নিয়ে
সাগরে যাই মিশে।
নদীর বুকে ভেসে ভেসে
ঘুরি নানা দেশে।
নেই দুঃখ নেই অপবাদ
আছে শুধু খুশি।
পাহাড় থেকে ঝরতে আমি
বড়ই ভালবাসি।
আমার শরীরে বইছে শুধু
মিষ্টি শীতল জল।
বুকের মাঝে আমায় নিয়ে
নদী বয় কলকল।
কখনও আমি বর্ষা রূপে
আসি ধরাতলে।
আমার স্নিগ্ধ ধারা পেয়ে
ধরায় ফসল ফলে।
ভালবাসি ঝরতে সদাই
পাহাড় থেকে নিচে।
আমার ছোঁয়ায় পাহাড়েও
সবুজ আছে বেঁচে।
ঝর্ণা আমি সবাই আমায়
এই নামেতেই ডাকে।
নির্ঝর নামেও পাবে আমায়
কোনো কবিতার ফাঁকে।