শরতের পরে বইতে থাকে
ধরায় শীতল বায়।
ঋতু চক্রের নিয়ম মেনেই
ঠান্ডা এসে যায়।
পুরানো পাতা ঝরতে থাকে
নতুন পাতার আশে।
দখিনা বাতাস ঝড়ের বেগে
হঠাৎ যখন আসে।
এক এক করে সকল পাতা
একদিন যায় ঝরে।
গাছের শাখা পাতায় পাতায়
উঠবে আবার ভরে।
সকল গাছের শুকনো পাতা
যখন ঝরে পড়ে।
ঝিরি ঝিরি হাওয়ার টানে
গাছেরা উঠে নড়ে।
কান পাতলেই শুনতে পাবে
ঝরা পাতার ধ্বনী।
ঝরছে পাতা গভীর রাতেও
বিধির নিয়ম মানি।
এক এক করে সকল গাছে
গজায় নতুন পাতা।
মনের হরষে সকল গাছই
খুশিতে দোলায় মাথা।