অশান্ত বর্ষা নেমেছে ধরায়
আকাশ ঢেকেছে মেঘে।
মেঘেদের ওই গুরু গর্জনে
সবাই রয়েছে জেগে।

ভরা বাদলের বর্ষা রজনী
হয়েছে আজকে সাথী।
টাপুর টুপুর বরষা ধারায়
কাটছে দিবস রাতি।

তন্দ্রা বিহীন রাতের আকাশে
একটাও নেই তারা।
লুকায়েছে চাঁদ মেঘের আড়ালে
রাত্রি জোছনা হারা।

বর্ষা ধারায় ফুলে ওঠে নদী
জোয়ার আসিল ধেয়ে।
ডুবিল নৌকা নদীর বুকেতে
নদীর প্রবল ঢেউয়ে।

থেকে থেকে মেঘ ছাড়ে হুঙ্কার
বিদ্যুৎ হানে সাথে।
ভয়ে ভয়ে আছি একা বিছানায়
দুর্যোগ ভরা রাতে।