দেশপ্রেমের বড়াই করিস !
গলা ফাটিয়ে প্রচার করিস,
দেশপ্রেম যে কাকে বলে
সেটাই আসলে গেছিস ভুলে !!
করবি প্রমান কেমন করে ?
হাতে দেশপ্রেমের ধ্বজা ধরে !
দেশপ্রেমের বড়াই করিস,
বিপদে কারো পাশে থাকিস?
বলতে পারিস হেঁকে হেঁকে,
ভালোবাসিস এই দেশটাকে !
পারবি কি তুই শহীদ হতে?
দেশের জন্য জীবন দিতে !
নিজের মাকে গেছিস ভুলে !
পরাধীনতার ছত্র তলে।
করবি কি আর দেশের সেবা
সারা জীবন থাকবি বোবা।
ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকি
তাদেরকেও দিলি ফাঁকি।
তাদের বলিদানের কথা
দেয় কি তোর হৃদয়ে ব্যাথা ?
কত মায়ের চোখের জলে,
স্বাধীনতা আনলো তুলে !
মাতঙ্গিনী আর প্রীতিলতা,
আছে মনে তাদের কথা !!
গান্ধীজীর সেই ভারত ছাড়ো,
একটিবার কি মনে করো ?
ইতিহাসের পাতায় লেখা
ওল্টালে তার পাইযে দেখা।
সুভাষ বোসের দিল্লি চলো,
মনে করে একবার বোলো।
রেখেছো কি মনে তাঁর সে ডাক!
ছুটতো মানুষ লাখে লাখ।
বিবাদী বাগ আজও আছে,
কি দাম আছে তোমার কাছে ?
জানো কি তার সঠিক ধারা ?
বিনয় বাদল দীনেশ কারা।
স্বাধীনতার পরশ পেতে,
উঠেছিল সবাই মেতে।
বাঘা যতীনের বিষম লড়াই,
আজও তোরা করিস বড়াই।
প্রাণ গিয়েছে হাজার হাজার
জানো কি তার সঠিক খবর।
কত শহীদের রক্ত ঝরে,
আজ স্বাধীনতার পতাকা ওড়ে।