বলছে বুড়ো হেঁকে হেঁকে
কোথায় গেলি ও বুড়ি ?
সকাল থেকে মরছি আমি
বাতের ব্যথায় কি করি !
বললে বুড়ি দারুন রেগে
ধরেছে বুঝি ভীমরতি।
বাড়ছে বয়েস আমারও যে
সেদিকেতো নেই মতি।
বিছানাতে থাকলে শুয়ে
বাতেরইবা কি দোষ।
দিন রাত ওখানে বসেই
করছো শুধু ফোঁস ফোঁস।
শুনে বুড়োর হৃদয় মাঝে
উঠলো জেগে প্রেম।
বললে বুড়ো মুচকি হেসে
তুই যে আমার মেম।
এখনো তুই আছিস মনে
সেই সে অষ্টাদশী।
অবেলাতেও দেখছি তোকে
যেন পূর্ণ শশী।
মনটা আমার এখনো আছে
একুশের এক যুবা।
চল ফিরে যাই পুরানো দিনে
খুবই মনোভার।
দুজন মিলে চল চলে যাই
পুরানো সেই দেশে।
সারাটি দিন ঘুরবো সেথা
মেঘের ভেলায় ভেসে।
নতুন করে করবো আবার
সেথায় হানিমুন।
গলা ফাটিয়ে বলবো আমার
বুড়ির কত গুন।