বিচ্ছেদ অনেকটা বাঁধ ভাঙা নদীর মতো,
বিচ্ছেদ কথাটা শুনলেই শরীরটা কেমন যেন
গুলিয়ে ওঠে।
মনে হয় হাজার হাজার বোলতা যেন তাড়া
করেছে আমায় ! সত্যি খুব কষ্ট হয় ভাবলে।

বিচ্ছেদ শুধু দুটো মানুষের মধ্যে হয়না,
হয় দুটি হৃদয়ের মধ্যেও,
হয় দুটি দেহের প্রতিটি অঙ্গের মধ্যে।
যখন দুটি হৃদয়ের বিচ্ছেদ হয়,
দুটি শুন্য হৃদয় তখন নিরালায় বসে কাঁদে।

আর বিচ্ছেদ যখন দুটি ঠোঁটের হয় !!
তখন উষ্ণতা হীন দুটি ঠোঁটের মাঝে সৃষ্টি হয়
মৃদু কম্পন, যা সহজে থামতে চায়না।
যখন দুটি দেহের বিচ্ছেদ হয়, নিঝুম রাতকেও
মনে হয় রোদে ভরা একটা বিষাক্ত দুপুর।

তাই বিচ্ছেদ যেন কখনো না আসে,
নইলে হারিয়ে যাবে প্রেম, প্রতিটি মানুষের
জীবন থেকে, হারিয়ে যাবে জেগে থাকা নিশুতি
রাত গুলো, হারিয়ে যাবে মায়াবী চাঁদের ওই
রূপোলী আলোক।

ভেঙ্গে ফেলোনা তিল তিল করে গড়ে তোলা
প্রেমের সাম্রাজ্য, তোমার আকাশ থেকে মেঘকে
দিওনা ভেসে যেতে কোনো অন্য আকাশে !!
মেঘ বিনা জীবন নদীতে বৃষ্টি ঝরবে কি করে ?
তাই হারিয়ে যাবে জীবনের সব সবুজ।

জীবনের দিশা হারিয়ে যাবে বিচ্ছেদের কালো
ছায়ায়, চলো বিচ্ছেদ ভুলে আবার নতুন করে
খুঁজে বেড়াই নতুন আলোর দিশা।
মেঘ থেকে ঝরে পড়া বৃষ্টিতে আবার ভেজাই
দুটি চঞ্চল হৃদয়, গভীর ভালোবাসায়।