এক বর্ষণ মুখর রাত পেরিয়ে অন্ধকারের
মাঝেই পেয়েছিলাম পুষ্প সুরভিত সুন্দর
একটা সকাল।
ভোরের বিকশিত ফুলের পাপড়িতে বসে
থাকা ভ্রমরের গুঞ্জন আর শিশির শিক্ত
ঘাসের ছোঁয়ায় অনুপ্রাণিত হয়ে
লিখেছিলাম একটি কবিতা ।
নীল আকাশের সীমাহীন প্রান্তরে ভেসে থাকা
টুকরো টুকরো সাদা মেঘের আনাগোনার
মাঝে ভেসেছিলাম কল্পনার ভেলায়।
কুড়িয়ে নিয়েছিলাম কোন এক স্নিগ্ধ সকালে
রাতের ঝরে পড়া সব ফুল,
আর একটা একটা করে সেই ফুল দিয়ে
গেঁথেছিলাম একটি কবিতার মালা।
শুনেছিলাম তোমার আগমন ধ্বনী,
তোমার পদ যুগলের ওই উচ্ছল নূপুরের শব্দে।
দেখেছিলাম শরতের শিউলী ছড়ানো পথ ধরে
তোমায় এগিয়ে আসতে।
শত সহস্র নক্ষত্রের অন্তিম যাত্রার পথ বেয়ে
উদিয়মান সূর্যকে সাথে নিয়ে লিখে ফেললাম
আজ এই ভোরের কবিতা।