নীলিমায় দেখ উড়িতেছে কত পাখি
ওগো সখি এবে মেলো হে তব আঁখি।
তোমারই দুয়ারে আসিয়াছে দেখ রবি
আমি যেন আজ শুধু তোমারই কবি।
শুনিয়া প্রভাতের মধুমাখা সেই সুর
ভেঙেছে আমার রাতের ঘুমের ঘোর।
তাই ছুটে আসি আমি রোজ এই প্রাতে
দেখিব তোমায় এই আশা নিয়ে সাথে।
ওঠো সখি দেখো মেলিয়া তব নয়ন।
সরসীতে হাঁসেরা দেখ করিছে বিচরন।
শিশির শিক্ত কলিরাও দেখ আজ
বাড়িয়ে তুলেছে ধরার এই সাজ।
তুমিও বাহিরে এসো তব মধুর সাজে
হেরিয়া প্রকৃতি মরিবে যে শুধু লাজে।
এসো এসো সখি মৃদু হাসি হেসে
লোহিত বসনে অপরূপ এক বেশে।
ভোরের আলোর যত বিগলিত সোনা
পেয়েছে ধরার মিশে যাওয়া ধূলিকণা।