নিজের সীমানা কখনও পেরোতে চায়নি,
যদি উন্মাদনার মাঝে হারিয়ে যায় !!
ভালবাসার ডাকে সাড়া দিতে চায় মেয়েটি,
কিন্তু পারেনা, নিজেকে সংযত করে নিয়েছে
বন্দী জীবনের মাঝে।
সাঁঝের চাঁদ আর জোছনাকে সাগরের জলে
মিলে মিশে একাকার হতে দেখে, সে আবার
ভালবাসার স্বাদ পেতে চায় নতুন করে।
শরীরে জেগে ওঠে পরম সুখানুভূতির অব্যক্ত শিহরণ।
হৃদয়ের উন্মাদনায় ভেসে যেতে চায় সাগরের জলে, তবুও সে পারেনি সেই দুঃসাহস দেখাতে। তার দৃষ্টি আবদ্ধ ওই জানালার কাঁচের মাঝে,
জানালার কাঁচ বেয়ে গড়িয়ে পড়া জলকণার
দিকে নিবদ্ধ তার দৃষ্টি।
কাঁচের ওপর সাদা দাগ ফেলে জলকণা গুলো গড়িয়ে আসছে নিচের দিকে।
উদাশী মনে দাগ কেটে দেয় একটা ভালবাসার
ডাক, কিন্তু পারেনা সেই ডাকে সাড়া দিতে। নিজের খোলস ছেড়ে বাইরে বেরিয়ে আসতে।
বন্দী জীবন কাটাতে কাটাতে সে আজ অভ্যস্ত
হয়ে গেছে একাকিত্বের যন্ত্রণার সঙ্গে।
ভালবাসা যেন তার জীবনে একটা অভিশাপ,
তাই আজ ভালোবাসার ডাক তার হৃদয়ে দাগ
কাটলেও একটা অজানা ভয় তাকে বাধা দেয়।