কোন এক স্নিগ্ধ সকাল বেলার
মিষ্টি আলোতে এসেছিলে তুমি।
পরনে ছিল নীল রঙের শাড়ী,
সূর্যের সোনালী আভায় তোমাকে
অসম্ভব সুন্দরী লাগছিল।
দেখেছিলাম দুচোখ ভরে, নীলাঞ্জনা।
দুচোখে এঁকেছিলাম অনেক স্বপ্ন,
হয়তো যা কখনো সত্যি হবেনা।
তবুও মনের কোণে জেগেছিল
ভালোবাসার ছোঁয়া।
তুমিতো নীলাঞ্জনা, তুমি মোহময়ী,
তুমি এক অসামান্যা নারী।
তোমার রূপে তুমি অনন্যা, তোমাকে
দেখার পর আমি মুগ্ধ।
আর সেই মুগ্ধতার মাঝে দেখেছি,
তোমার মহীয়সী রূপ।
তাই আজ আমি নির্বিকার, অনুভূতির
ছোঁয়ায় ভাষাহীন।