কত শত তপস্যার পর
এসেছিলে তুমি।
এই ধরনীর ছায়া তলে
কোথা হতে নামি।
ফুটিয়েছো নব নব
সাহিত্যের কলি।
লিখেছো নানান কাব্য
কলম হাতে তুলি।
বাংলা সাহিত্যে এনেদিলে
নব নব দিশা।
তাই আজ পেয়েছি মোরা
ছন্দ আর ভাষা।
তোমার অসীম স্নেহ
বরিষে জগতে।
তাইতো লিখছি আজ
তোমার ছোঁয়াতে।
যেথা আছো সুখে থাকো
কর আশির্বাদ।
পাই যেন তোমার ওই
কলমের স্বাদ।
২২শে শ্রাবন বিদায় নিলে
তুমি চিরতরে।
তবু তুমি আজও আছো
সবার হৃদয় জুড়ে।