বাদল দিনে একলা ঘরে
মন বসেনা কাজে,
তারই কথা পড়ছে মনে
বর্ষা ধারার মাঝে।
ভিজছে ধরা বর্ষা ধারায়
ভিজছে বনতল,
তার বিরহে আজকে কেন
আঁখি ভরা জল।
এমন দিনে আমার সাথে
করলো কেন আড়ি।
তাইতো আমি চলে এলাম
স্বপ্নে যে তার বাড়ি।
বাদল দিনে মেঘকে দেখে
ময়ূর পেখম ধরে।
তাকে দেখে আমার হৃদয়
থাকেনা আজ ঘরে।
আঁখিপাতে ভাসছে শুধুই
তারই ছবি খানি।
হৃদয়টাকে নিয়েছে আজ
তারই দিকে টানি।
কি করি আজ পাইনা খুঁজে
ভেবে না পাই কূল।
জীবন খাতার প্রতি পাতায়
সবই বুঝি ভুল।
মেঘ সরিয়ে উঠলো কেমন
ঝলমলিয়ে আকাশ।
ধরিয়ে কাঁপন গাছের পাতায়
বইছে মৃদু বাতাস।
আজকে যেন লাগছে আমার
ফিরবে নতুন বেশে।
মেঘের ভেলায় আকাশ থেকে
আসবে নেমে ভেসে।