বারান্দার এক কোনে দাঁড়িয়ে,
তাকিয়েছিলাম দুর দিগন্তে,
খুঁজে বেড়াচ্ছিলাম আমার মনের মানুষ।
এমনই একটা মানুষ,
যার বহুদিন কোন দেখা নেই,
নেই কোন সমাচার, নেই শুভেচ্ছা বিনিময়।
তবুও আমি তাকিয়ে ছিলাম,
ওই দূর পথের পানে যদি আসে একটিবার,
কত দিন দেখিনি তাকে।
যাওয়ার সময় কথা দিয়ে ছিল
আবার আসবে ফিরে,
গ্রামের মাঝে বয়ে যাওয়া ছোট্ট নদীর ধারে।
বহুদিন আছি প্রতিক্ষায়,
কেটেছে সময় ঘড়ির কাঁটার মতো,
কেটে গেছে অনেক গুলো বছর, মাস, দিন,
কেটে গেছে কত বিনিদ্র রজনী।
হয়নি আমাদের মিলন,
বলেছিল ফিরে মিলন বন্ধনে আবদ্ধ হবো।
তাই সেদিন মনে মনে দেখেছিলাম স্বপ্ন,
মিলে মিশে একাকার হবে দেহ মন,
আমাদের সেই মিলন বেলায়।
সেই কবে চলে গেছে দুর দেশে,
এখানে আমায় একা ফেলে,
পাড়ি দিয়েছিল অর্থ উপার্জনের নেশায়।
তারপর কত দিন কেটে গেছে,
তবুও সেই স্মৃতি বুকে জড়িয়ে আজও
বেঁচে আছি।
তবে কি সে ভুলে গেছে আমায়?
নাকি বেঁধেছে কোন নতুন বাসা !!
না না এ হতে পারেনা।
এ আমি কি ভাবতে বসেছি আজ !
তবে হৃদয়ের কন্ঠ হতে বার বার ভেসে আসে
এ কার মধুর বানী।
তার সেই বিদায় বেলায় দিয়ে যাওয়া কথা,
আবার আসবে ফিরে,
বয়ে চলা সেই ছোট্ট নদীর ধারে।