ওরা বলেছিল : 'নষ্ট মেয়ে' তুই
"খেয়াল রাখে না শরীরের..
এলিয়ে দেয় বুক"।

বুঝলাম, সব মিছে কথা।
তুইতো শীতের ঝরা পাতা।
জানেনা ওরা নষ্ট যত লোক।

জানতাম শুধু আমি
তোর স্বামী।
তুই স্বভাবে পর্ণমোচী।
বছর বছর পাতা ঝরানোই রুচি।
সাজবি আবার বসন্তে,
যুক্ত চিহ্নের মাঝে নিয়মিত হসন্তে।
বাসবি ভালো, জ্বালবি আলো,
ঘরদোর করে একজোড়।

আমি চিরহরিৎ,
স্বভাবে তোর বিপরীত।
লতা গুল্মে ঢাকা ছোট্ট বীরুৎ।
ওরা বলেছিল তোকে...
'নষ্ট পুরুষ' আমি,
তোর স্বামী।
ঝোপটি বুঝে কোপটি মারতে জানি।

জানিনা কী ?
ভাবলি মনে মনে...
হারিয়ে গেলি,
প্রান্তিক স্টেশনে।