নিদ্রা মাঝে হঠাৎ করে
হলো যখন দেখা।
তাকে নিয়েই  হলো শুরু
নুতন গান লেখা।।

শ্রাবন মাসের টাপুর টুপুর
লাগ ছিল তার পায়ের  নুপুর।
বাউল গান ও খুঁজছিল যে
প্রেমের হাজার সূর।
পূর্ণিমা চাঁদ আকাশে তখন
লাগছিলো নাতো দূর।।

নিদ্রা এমন দিল দোলা
গোপন পথে প্রেমের খেলা ।।
সৃষ্ঠি সুখের গল্পো এযে
হৃদয় মাঝে সুখের মেলা।।