আসছে ঢেউ একের পিছে অনেক বড় বড়।
দেখে কেউই করেনি ভয় ,হয়না কেউ জড়।।
যাচ্ছে ভেঙে আগের ঢেউ ,পিছনে নুতন সৃষ্টি।
ভাঙা গড়ার খেলা দেখে , যায়না ফেরানো দৃষ্টি।।
শঙ্খ ,ঝিনুক ,সবকিছুকে দিচ্ছে তীরে ঠেলে।
কারো কিছুই চায়না সে নিজের মনেই খেলে।।
বালির স্তুপে নানান পাথর এখান ওখান পড়ে ।
জলেও কতো ঘুরছে মানুষ স্টিমার লঞ্চে চড়ে।।
তীরে সবাই জায়গা করে হাতে হাত দিয়ে ।
করছে কতো গল্পঃ সবাই ভাঙা গড়া নিয়ে।।
সূর্যের আলো পড়ছে ঝরে সাগরের জলে।
নারিকেল আর সুপারি গাছ ভরে আছে ফলে।।
নীল রঙের জাহাজ দূরে যাচ্ছে আবছা দেখা।
দৃষ্টি যতই যাকনা দূরে নেই যে শেষের রেখা ।।
সৃষ্টি মাঝে অসীম তুমি নেই যে তোমার শেষ।
ঢেউ ভাঙা গড়ার মতোই চলছে আজো দেশ।।