খোকার মনে জমেছে
কঠিন প্রশ্ন আজ।
আকাশ থেকে কেনো পড়ে
বৃষ্টি সময় বাজ।।
পাহাড় নদী নতুন করে
হয় না কেনো সৃষ্টি।
বর্ষা সময় হয় এতো কেনো
অঝোর ধারায় বৃষ্টি।।
পাখিরা সবাই উড়ে কেমনে
মুক্ত আকাশ মাঝে।
পূর্ণিমা রাতে চাঁদা মামা
এতো আলোয় সাজে।।
রাতের বেলায় ঝিঝি গুলো
এতো আওয়াজ করে ।
সকাল হলেই পাইনা দেখতে
থাকে কোন ঘরে।।
জল পানেতে কেনো আবার
সবার তৃষ্ণা মিটে ।
উঠ কেনো জল জমিয়ে রাখে
তাহার নিজের পিঠে।।
হাঁস কেনো যে জলে চরে
জঙ্গলে সব পশু।
সৃষ্টি কর্তা এক, তবে আলাদা কেনো
ভগবান, আল্লাহ ,যিশু?