দেশের নিয়ম দশের নিয়ম
কতো নিয়ম আছে।
ভাঙতে সবাই করে ভয়
সাজা আছে পাছে।।
পূজার নিয়ম পুরোহিত জানে
চাষী ও জানে চাষে।
ঋতুর নিয়মে ফিরে আসে সব
দিন বছর মাসে।।
সকালে আবার সূর্য ওঠে
সেও নিয়ম মেনে।
পারেনা গায়কও গাইতে গান
সুর নিয়ম না জেনে।।
সবকিছু তেই নিয়ম আছে
মানতে সেটা হয়।
নিয়ম মেনেই চলছে জগৎ
তাই দিবা রাত্রি হয়।।