যায়নি কেও ঝরে আছে বাগিচা ভরে।
মিলে যায় সুবাসে প্রতি দিন কাক ভোরে।।
মাঝে আছে এক নদী নিয়ে দুই কূল।
একি সাথে একি রঙে দেয় ভরে ফুল।।

আকাশও একি সেথা বাতাসেও মিল।
দু পাড়ের পশু পাখি একি খাল বিল।।
নদী সেথা একি সুরে একি তালে চলে।
ঝর্না পাহাড় ও সেথা একি কথা বলে।।

ঋতু সব একি সাথে আসে দুই কূলে।
প্রশাখা ভিন্ন আজ তবু আছে একি মুলে।।
ওপারের দুঃখে আজো দুঃখে ভরে মন।
সীমা হীন দুনিয়ায় আজো যেনো একবন।।

গাঙ চিল আজো সেথা ঘুরে দুই তীরে।
একি রঙে নীলাকাশ দুই কূল ঘিরে।।
কোনো রেখা নয় সেথা খুব বেশি স্পষ্ট।
একি সাথে কাঁদে দুই কুল,হলে খুব কষ্ট।।